বনি আমিন (ঢাকা) কেরানীগঞ্জঃ ঢাকার কেরানীগঞ্জে ১০ লাখ টাকা মুক্তিপনের জন্য অপহৃত ব্যক্তি মোহাম্মদ মোস্তফা (২৪) উদ্ধার এবং অপহরণকারী মোঃ মামুন (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব-১০। সহকারী পরিচালক র্যাব-১০ (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর খাস কান্দি গ্রামের মোঃ মোস্তফা (২৪) দীর্ঘদিন যাবৎ ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।
গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাত্রী পরিবহন করার জন্য বাসা থেকে বের হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে অবস্থান করে। এরপর অপহরণকারী মামুন সহ তার সহযোগী'রা কোনাখোলা যাওয়ার জন্য ভিকটিম মোস্তফার সিএনজিতে উঠে।
মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে মামুন ভিকটিম মোস্তফা'কে হত্যা করবে বলে হুমকি প্রদান করে এবং মোস্তফা'কে মারপিটের ঘটনা ভিডিও কলে মোস্তফার বাবা'কে দেখায়। ভিকটিম মোস্তফার বাবা মোজাম্মেল হক দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভিকটিম মোস্তফা'কে অপহরণের দায়ে একটি অভিযোগপত্র দাখিল করে।
উল্লেখিত অপহরণের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম মোস্তফাকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
গতকাল শুক্রবার রাতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য- প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম মোস্তফা'কে অক্ষত অবস্থায় উদ্ধার সহ অপহরণকারী মোঃ মামুন (৩৯) কে গ্রেফতার করে। এ সময় অপহরণকারী মামুনের অন্য সহযোগী'রা পালিয়ে যায়। গ্রেফতারকৃত অপহরণকারী মামুনের পিতার:- মৃত খোকন আলী। বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার দিঘীরপাড় গ্রামে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার