বনি আমিন (কেরানীগঞ্জ) ঢাকাঃ কেরানীগঞ্জে ফেন্সিডিল জব্দ করেছে র্যাব- ১০। এসময় মাইক্রোবাসের চালক সহ দুই মাদক ব্যবসায়ী'কে আটক করে র্যাব- ১০ এর সদস্য'রা। আটককৃত ব্যক্তিরা হলেন, মো. কামরুল হাসান @ (রবিন) (২৯), মো. ফারাবী ইসলাম (২৫) ও গাড়ি চালক মো. সেলিম মোল্লা (৩৫)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহ জনক গাড়ী তল্লাশী করার সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল, মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ ও ৫টি মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
যার বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা হবে বলে জানায় র্যাব-১০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত'রা পেশাদার মাদক ব্যবসায়ী স্বীকার করেছে বলে জানায় র্যাব সদস্য'রা। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলেও জানায় র্যাব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার