গলা কেটে প্রেমিককে হত্যা, লাশ ট্রলি ব্যাগে ঘুরছিলেন তরুণী - বিডিসি ক্রাইম বার্তা
ArabicBengaliEnglishHindi

BD IT HOST

গলা কেটে প্রেমিককে হত্যা, লাশ ট্রলি ব্যাগে ঘুরছিলেন তরুণী


bdccrimebarta প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন / ১১১
গলা কেটে প্রেমিককে হত্যা, লাশ ট্রলি ব্যাগে ঘুরছিলেন তরুণী

অইলাইন ডেস্কঃ বিয়ে করতে চাননি দীর্ঘদিনের প্রেমিক। তাই গলা কেটে প্রেমিককে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।ভারতের গাজিয়াবাদে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

জানা গেছে, ওই তরুণীর নাম প্রীতি শর্মা। চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফিরোজ ওরফে চোয়ান্নির (২৩) সঙ্গে বসবাস করছিলেন তিনি। স্থানীয় সময় রোববার মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পায় পুলিশ। এক নারী কনস্টেবলের তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে।

পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় প্রীতি স্বীকার করেন যে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।#

bdccrimebarta