গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোম বাজার এলাকায় শ্রমিকবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ৫জন আহত হয়েছে।তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জের চরকা টেক্সটাইলের শ্রমিক নিয়ে একটি বাস গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে বাসটি সোম বাজার এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। পরে তাড়াহুড়া করে নামতে গিয়ে ওই বাসে থাকা কমপক্ষে ৫জন শ্রমিক আহত হয়। এদিকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের পৌঁছার আগেই বাসটি আগুনে পুড়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভায়। তবে বাসের পুরো অংশ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার