অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে রডবাহী একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার পন্থিছিলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার একটু আগেই পুলিশ মোতায়েন ছিল। অবরোধকারীরা ওই লরিতে আগুন দিয়েছে। একজনের পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব না।
তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা বলেছে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে লরিটিতে আগুন লাগিয়েছে। গাড়িটি রড নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার