ফেসবুক লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আলোচিত ও সমালোচিত হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সদস্য এবার ডিসেম্বরে সৌদিতে চতুর্থ বিয়ে করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
আদম তমিজী হক লেখেন, ‘ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমি সময়মতো সৌদিতে তার (চতুর্থ স্ত্রী) জন্য বাড়ি বানাতে পারি, তাহলে আগামী ডিসেম্বরেই চতুর্থ বিয়ে করব। সবাইকে দাওয়াত। সৌদিতে বিয়ে করাই সর্বোত্তম।’
বর্তমানে আদম তমিজী হকের তিন স্ত্রী রয়েছেন। তার স্ত্রীরা হলেন—লিজা হক, সাইরা হক ও নুসরাত হক। আদম তমিজী হক তিন স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সৌদিতে অবস্থান করছেন বলে জানা গেছে।
আদম তমিজী হকের এক ফেসবুক পোস্টে জানা যায়, তিনি আরেকটি বিয়ে করেছিলেন, নাম ছিল জোছনা। তবে সে বিয়ে টেকেনি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার