চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ।সোমবার (২০ নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ- ১ আদালতের বিচারক মো:রবিউল ইসলাম আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এবাদুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারা মানিকচর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
মাদক মামলায় এবাদুল হক (২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ৫ মে নাচোলের নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ১৫০ গ্রাম হেরোইন সহ আটক হয় এবাদুল।
এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন থানার উপ- পরিদর্শক নজরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা উপ- পরিদর্শক শহীদুল ইসলাম ২০১৬ সালের ২৫ অক্টোবর ওই দু'জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার