আলি হোসেন (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারী'রা হলেন: নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোলাদিঘি এলাকার মোঃ নুরুল ইসলামের স্ত্রী আঞ্জুরা খাতুন ওরফে সুমি (২৯) এবং চাঁপাইনবাবগঞ্জের কালুপুর ঠাকুর পালসা এলাকার মোঃ শফিকুল ইসলামের স্ত্রী সাইমা খাতুন ওরফে জাকেরা (২৪)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে শুক্রবার বিকালে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম- সেবা এর নির্দেশ ক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ গতকাল (৩০ জানুয়ারী) বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১০ টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৭২ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার