মোঃ নাসির মাদবর, শরীয়তপুর প্রতিনিধিঃ– মা ইলিশ সংরক্ষণের নিয়মিত অভিযানে, শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদী থেকে অবৈধ ভাবে মাছ নিধনের সময়, একটি স্পিডবোর্ড ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি মাছ জব্দ করেছে জাজিরা নৌ- পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ। তবে এ সময় জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) ১১ টা ২০ মিনিটের সময় মা ইলিশ নিধনের সময় পালেরচর এলাকার পদ্মা নদী থেকে অবৈধ কারেন্ট জাল সহ স্পিটবোর্ড টি জব্দ করা হয়।
জাজিরা নৌ- পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৯ তম দিনে নিয়মিত অভিযানে নামে জাজিরা নৌ- পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ। এ সময় পুলিশ জানতে পারে যে, পালেরচর এলাকার পদ্মা নদীতে স্পিডবোর্ড যোগে জেলেরা মা ইলিশ নিধন করছে।নৌ- পুলিশ সেখানে পৌঁছলে, একটি মাছ ধরার স্পিডবোর্ড পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোর্ড টি রেখে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্পিডবোর্ডে থাকা পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মাছ সহ স্পিডবোর্ড টি জব্দ করে জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ।
জাজিরা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে, নিয়মিত অভিযানে নামি। পালেরচর এলাকার পদ্মা নদীতে স্পিডবোর্ড যোগে কিছু জেলে ইলিশ মাছ নিধন করতেছিল। জেলেরা আমাদের উপস্থিতি টের পেয়ে, স্পিডবোর্ড ফেলে দ্রুত পালিয়ে যায়। আমরা স্পিডবোর্ডে থাকা ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মাছ পেয়েছি। আমরা বোর্ড সহ মালামাল জব্দ করেছি। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকার আঃ রশিদ মলমগী (৫২) আনোয়ার মলমগী (২৬) নামের ২ জেলে সহ চার- পাঁচজন জেলে পালিয়ে যায়।#