বিনোদন ডেস্কঃ- বাংলাদেশ এর তরুণ প্রজন্মের কন্ঠ শিল্পীদের মাঝে অন্যতম একটি নাম ‘ফারদিন’ সাংস্কৃতিক অংগনে বিশাল এক জায়গা করে নিয়েছে এই শিল্পী ফারদিন। গানের পাশাপাশি অভিনয় ও করে যাচ্ছেন তবে এবার আসছে একবারেই নতুন পরিচয়ে আসছে ফারদিন, “মিসেস ইউনিভার্স বাংলাদেশ” এর জুরি বোর্ড এর জাজ হয়ে আসছেন ফারদিন, এ সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো হচ্ছে মিসেস ইউনিভার্স বাংলাদেশ, এরই মাঝে কোটি ভক্তদের মন জয় করে নিয়েছে এই রিয়েলিটি শো।
ফারদিন বলেন ৮০০০ কনটেন্ট থেকে ৫০ জন সিলেক্টেড আছে। টপ ২০ জন সিলেকশন থেকে আমি জুরি বোর্ড এর দায়িত্ব গ্রহন করবো ফাইনাল পরযন্ত ধন্যবাদ জানাই মিসেস ইউনিভার্স বাংলাদেশ এর দায়িত্ব প্রাপ্ত টিমদের আমাকে জুরি বোর্ড এর জাজ করবার জন্য।#