মোঃ আরিফ হোসেন, স্টাফ রিপোর্টারঃ অদ্য ৯/৮/২০২২ তারিখ (১৭৩০-১৮০০) ঘটিকা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকা থেকে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে
বিক্ষোভ মিছিল (১৮০/২০০) বের হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ জোড়া ব্রিজ থেকে শুরু হয়ে আগানগর খালপাড় প্রদক্ষিণ করে কদমতলী গোল চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, সাধারণ সম্পাদক মুফতি আলমগীর হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বক্তব্যে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কে গনবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার