আব্দুল কাদির খান, স্টাফ রিপোর্টারঃ- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শাপলা, তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর একজন। শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার ধামারণ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন শিশু হলো উপজেলার ধামারণ গ্রামের মো. মমিন শেখের ছেলে রবিউল শেখ (১২), সোনারং গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সানজিদা (৯), মো. কামালের ছেলে লামিম (১০)। তাদের সাথে থাকা সিফাত (৯) নামের অপর এক শিশু বজ্রপাত থেকে বেঁচে যায়। তবে এসময় তার শরীরের কিছু অংশ পুড়ে যায়, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার