টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র জনরোশানলে পরে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে আওয়ামী দখলবাজদের পতন ঘটে। আর এর ধারাবাহিকতা বজায় রেখে টঙ্গীবাড়ীতে চলছে বিএনপি নেতা আসলাম মোল্লার দখল বানিজ্য।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার সংলগ্ন ডহুরি তালতলা খালের পার্শ্বে বিআইডব্লিউটি এর প্রায় ৪৫ শতাংশ জমির মাটি কেটে বাধ নির্মাণ করে ভরাটের কাজ চলছে। স্থানীয়রা বলছে, জমিটি দীর্ঘ ১০ বছর যাবত কতিপয় লোক লিজ নিয়ে ভোগ দখলে থাকা সত্বেও বিএনপি নেতা আসলাম মোল্লা নামের এক ব্যক্তি জোরপূর্বক মাটি কেটে বাধ নির্মাণ করে ভরাট করছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখাযায়,৩০ জন শ্রমিক সেখানে মাটি কাটার কাজ করছে। শ্রমিক জাহিদুল বলেন, বিএনপি নেতা আসলাম মোল্লা আমাদের কাজে নিয়েছে। তিনি বলেছেন মাটি কেটে বাধ নির্মাণ করতে। এখানে কি করা হবে সেটা জানিনা।
এ ব্যাপারে স্থানীয় নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, আমি এবং আরোও কয়েকজন ব্যক্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে দশ বছর যাবত ভোগ দখলে আছি। আজ সকালে এসে দেখি এখানে মাটি কেটে বাধ নির্মাণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারলাম বিএনপি নেতা আসলাম মোল্লা নামের এক ব্যক্তি জোর জবস্তি ভাবে এই জমি দখলে নিচ্ছে।
অভিযুক্ত বিএনপি নেতা আসলাম মোল্লা বলেন, বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলহাস এই জমি ভরাট করতে বলেছেন। তার কথায় আমি শ্রমিক নিয়ে কাজ করাচ্ছি। আপনারা তার সাথে কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান জুলহাস বলেন, আমি কাউকে জমি দখল করতে বলিনি। শ্রমিক নিয়ে কোনো কাজও করাতে বলিনি। তবে ওখানে কিছু জায়গা আমার নামে লিজ নেওয়া আছে।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলন বলেন, আমি বিষয়টি শুনেছি, অবৈধভাবে জমি দখল কোনো ভাবেই কাম্য নয়। যে দলের লোকই হোক না কেন অবৈধ কাজে কাউকে ছাড় দেয়া হবেনা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার