স্পোর্টস ডেস্কঃ- টাইগারদের পাড়ার ছোটভাইদের মতো বানিয়ে ছাড়ল প্রোটিয়ারা। প্রথমে তাসকিন- সাকিবদের তুলোধোনা করে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। পড়ে আফ্রিকান পেসারদের দাপুটে বোলিংয়ে মুড়িমুড়খির মতো উইকেট হারাল টাইগার ব্যাটাররা। ২০৬ রানের তাড়ায় এক সময় মনে হচ্ছিল পুরো ২০ ওভার খেলতে পারবে না বাংলাদেশ। দলীয় সংগ্রহ একশো ছাড়াতে পারবে না। কুড়ি ওভার পর্যন্ত না টিকলেও একশ পাড় করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ফলে ১০৪ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে গেছে টাইগারা। এই হার বিশ্বকাপে তো বটেই টি-টোয়েন্টিতেই বাংলাদেশের সবচেয়ে বড় হার। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় হার ৭৫ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের আসরে।টি- টোয়েন্টিতে সবচেয়ে বড় হার ছিল পাকিস্তানের বিপক্ষে, ২০০৮ সালে হেরেছিল ১০২ রানে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার