প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২২, ২:০৩ পি.এম
ডাকাতি মামলা ও ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
বনি আমিন, নিজস্ব সংবাদদাতাঃ- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই ¯স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গুলশান থানাধীন পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ টি ডাকাতি মামলা ও ০১ টি হত্যার চেষ্টাসহ চুরি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। শফিক মিয়া (৪২) ও ২। মোঃ কবির আহমেদ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী শফিক উক্ত ডাকাতি মামলার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। সে ডাকাতি মামলা রুজুর হওয়ায় পর থেকে মামলা বিচারকার্য হতে নিজেকে বাচানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। এছাড়া গ্রেফতারকৃত আসামী'রা নিজেদেরকে আত্মগোপনে রেখে বেশ কিছুদিন যাবৎ গুলশান সহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২