তাপস শ্রীনগর মুন্সিগঞ্জঃ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৩টা ৪৫ মিনিটে শ্রীনগরের ছনবাড়ী ওভার ব্রিজের উপর দুরত্বগামী একটি প্রারাইভেট কার ঢাকা মেট্রো খ-১২-৫৩১২ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে প্রাইভেট কারের যাত্রী খাদিজান(২৪) ছেলে আব্দুল্লাহ (৫) আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন বলেন, গতকাল রাত ৪টার সময় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে জানতে পারি মাওয়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মা খাদিজা ও পুত্র আব্দুল্লাহ আহত হয় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। তাদের বাড়ি ঢাকার মিরপুর -১ এর কালসিতে বলে জানা গেছে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার