সাইদুল রহমান (গফরগাঁও) : ময়মনসিংহের ত্রিশালে ভুয়া রংধনু টিভির সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ময়মনসিংহের একটি আদালত। তিনি হলেন ত্রিশালের বাগানের বাসিন্দা মৃত মোন্তাজ উদ্দিন কেরানির ছেলে ও ভুয়া রংধনু টিভির সাংবাদিক আনোয়ার সাদাত জাহাঙ্গীর।
তার বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে গত ৩/৪/২০২৪ ইং তারিখ বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং উপজেলা আমলি আদালতে বাদী হয়ে মুশফিকুর রহমান মানিক নামের এক ব্যক্তি মামলাটি করেছেন। মামলা নং- ২২৭।
উক্ত মামলা আদালতের নির্দেশে ময়মনসিংহের পিবিআই ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৪ শে সেপ্টেম্বর আনোয়ার সাদাতের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মামলা- জি আর ২২৬। মামলার বাদি আফরিন আক্তার জানান, রংধনু টিভির তথাকথিত মালিক আনোয়ার সাদাত জাহাঙ্গীর তার ছবি দিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করেন ও মোটা অংকের টাকা দাবি করেন। সাইবার আদালত থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দুটি গুরুত্বপূর্ণ মামলার গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ত্রিশাল থানায় সালিশ দরবার নিয়ে ব্যস্ত থাকেন। সব সময় থানায় ঘোরাঘুরি করেন। দুটি মামলার ভুক্তভোগী তাকে গ্রেফতার করতে ময়মনসিংহ পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার