আজাদ আলী, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সদস্য ও বিএনপি নেতা আমিন সরকার ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ত্রিশালের মানুষ। পুরো উপজেলায় নির্যাতন- চাঁদাবাজি, অস্ত্র নিয়ে মহড়া, মাদক সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ত্রিশাল থানায় তার বিরুদ্ধে ৪ টি বিস্ফোরক ও প্রতারণাসহ কয়েকটি মামলার আসামি। এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেন না। স্থানীয়'রা জানান, আমিন সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না পৌরবাসী । কেউ মুখ খুললেই হামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে ওই বিএনপি নেতার পালিত সস্ত্রাসী বাহিনী।
আওয়ামী লীগ নেতা, আনিসুল বাহার বলেন, বিভিন্ন আমিন সরকার সবসময় বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। সরকারকে নিয়ে বিভিন্ন অশালীন বক্তব্য দিয়ে থাকেন।
তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় কিন্তু সে সন্ত্রাস নিয়ন্ত্রণ করেন। আর নেতৃত্বে প্রায় ৩০ জন যুবক অস্ত্র নিয়ে উপজেলা বিভিন্ন জায়গায় মহড়ায় দেন। ছাত্রলীগ নেতা ইকবাল বাহার বলেন, বিএনপির নেতা আমিন সরকারের বাসায় গোপনে অভিযান করলে কমপক্ষে ১০ থেকে ১৫ টি ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবে ইনশাল্লাহ। গত ২৭ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা এলাকায় ৩,৪, ৬ ওয়ার্ড এলাকায় আমিন সরকারের নেতৃত্বে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেয় তার সন্ত্রাসী বাহিনী।
কিন্ত তিনি প্রভাবশালী ও বিত্তশালী হওয়ায় খুব সহজে পার পেয়ে যান বিএনপি নেতা আমিন সরকার ও তার পরিবারের লোকজন। ত্রিশাল থানা যুবলীগের নেতা কাজী ইমরান জানান, বিএনপি নেতা আমিন সরকারের বিরুদ্ধে ২০১৮ সালে বিস্ফোরক, চেক প্রতারণা সহ একাধিক মামলা হয়েছে। আমিন সরকার নানা অপকর্ম করে ১০-১২ বছরে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার