ফাতেমা শবনম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া ফকিরবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত শুক্রবার মরহুম তৈয়ব উদ্দিন বিএসসির ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৈয়ব উদ্দিন মেমোরিয়াাল ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্যোগে সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন মরহুম এর সন্তান সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর ডাঃ মোঃ শাহীনুল ইসলাম, বিসিএস(স্বাস্থ্য), এমবিবিএস, এম এস (অর্থোপেডিক্স), কনসালটেন্ট, অর্থোপেডিক বিভাগ।
তৈয়ব উদ্দিন এর পুত্রবধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর ডাঃ রেবেকা সুলতানা, বিসিএস( স্বাস্থ্য), এমবিবিএস, এফসিপিএস( শিশু), এমসিপিএস, কনসালটেন্ট, শিশু বিভাগ। তৈয়ব উদ্দিন এর সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর ডাঃ এস এম আজহারুল ইসলাম, বিসিএস( স্বাস্থ্য), এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) রেজিস্ট্রার, সার্জারি ইউনিট।
এছাড়া আরও মেডিসিন, চর্ম ও যৌন, গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ডাক্তারগন রোগী দেখেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন মরহুমের বড় ছেলে প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম। সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১৫০০ জন রোগী দেখেন ও সকল রোগীর বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। স্বেচ্ছাসেবকগন সার্বিক সহযোগিতা করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে গ্রামের সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার