দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নে সাপের কামড়ে সৌরভ (১০) নামে এক শিশুর মৃত্য হয়েছে। সাপে কাটার পর পরিবার লোকেরা চিকিৎসকের পরিবর্তে ওঝাকে খবর দিয়ে বাড়িতা আনেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ মে) আলিপুর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের আলী হোসেন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। সৌরভ ওই গ্রামের মো.খবির খলিফা বড়ো ছেলে। সৌরভ এর বাড়ির লোকেরা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির পিছনে খেলার সময় ডান পায়ে কামর দেয় সাপ। এর কিছুক্ষণ পরে তার বাবা
বাসায় নিয়ে দেখে পায় তাকে সাপে কামর দিয়েছে। তখন পরিবারের লোকজন চিতকার করলে এলাকার অনেক মানুষ এক্ষেত্রে হয়ার পরে তাকে পার্শ্ববর্তী উপজেলার গলাচিপা থানার বকুল বাড়িয়া ইউনিয়নের মো.মনির হোসেন নামে এক ওঝাকে খবর দিলে ওই বাড়িতে এসে ওঝা ঝাড়পোক করেন।
ওই ওঝা তার বাড়িতে চলে যাওয়ার সময় সৌরভের পায়ের বাঁধন খুলে দেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরে রাতে চিকিৎসা দিন অবস্থা মারা জায সৌরভ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার