দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর চিরিরবন্দরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এছাড়াও নিহত ব্যাক্তির সাথে ছিল তার ছোট ভাই। তারা দু'জনে পার্শ্ববর্তী গ্রামে গরু খোঁজার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিল। নিহত ব্যক্তি মোটরসাইকেলের চালক ছিলেন।পেছনে থাকা তার ছোট ভাই সম্পূর্ণ ভাবে অক্ষত আছে।
রবিবার বিকাল ৬ টায় দোয়া পুর গ্রামে যাওয়া পথে ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার গোবিন্দা পুর গ্রামের মো. মোজাম্মেল এর ছেলে মোঃ হাসিনুর (৩৫) বজ্রপাতে নিহত হন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার