• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

দিনাজপুরে বিএনপির জন-সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩

দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু বলেছেন, দেশকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দেলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

শনিবার (২০ মে-২০২৩) বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকতুল্লাহ বুলু এসব কথা বলেন। তিনি বলেন,শহীদ জিয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তা না হলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না। বরকতউল্লাহ বুলু বলেন, শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।

শহীদ জিয়া ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, সাড়ে ৫ হাজার গার্মেন্টস প্রতিষ্ঠা করেছিলেন, অর্থনৈতিক জোন চালুর মাধ্যমে মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচন করেছিলেন। এ জন্যই শহীদ জিয়াকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দলের নেতাকর্মীদের গ্রেফতার, কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা দাবিতে এই জনসমাবেশের আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি, এজেডএম রেজওয়ানুল হক, আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, দিনাজপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান চৌধুরী খোকা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমূখ।

জনসমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা, মোঃ নওশাদ আলী, মোঃ তোসাদ্দেক হোসেন তোসা, যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভা কাউন্সিলর মুরাদ আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশা, মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, মোঃ বজলুর রশিদ কালু, ফেরতৌস রহমান, যুগ্ম সম্পাদক ও বিএনপি।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, মোঃ আমিনুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক ও চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজেডএম মিনহাজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল।

জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতু, জেলা বিএনপি, পৌর বিএনপি সহ জেলার ১৩টি উপজেলা হতে আগত বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশের পূর্বে জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপির নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়। এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলামের পক্ষে বিরল- বোচাগঞ্জ উপজেলা বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে যোগ দেয়।

এই মিছিলে বিএনপি নেতা গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, জামাল উদ্দিন আলাল, তাঁতীদল নেতা লুৎফর রহমান, ছাত্রদল নেতা সুমন রেজা, রিয়াদ চৌধুরী, জামাল উদ্দিন, কৃষকদল নেতা মজিবর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category