দিনাজপুর প্রতিনিধিঃ উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের ৮৫নং চক বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।স্থানীয়'রা জানান, রবিবার (০৪ জুন) বিকাল ৫টার দিকে বিদ্যালয় ছুটির ঘন্টা খানিক পরে বিদ্যালয়ের উত্তরপাশ সংলগ্ন কালাচানের বাড়ীর ভুট্টার খড়ি থেকে আগুনের সুত্রপাত হয়।
আশপাশের লোকজন হঠাৎ দেখতে পায় আগুনের লেলিহান শিখা দাউ- দাউ করে বিদ্যালয় ঘর জলতে থাকে। তারা ছুটো ছুটি করে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি দেওয়ার চেষ্টা চালায় ব্যর্থ হয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খরব দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা আক্তার জানান, যে রুম গুলি পুড়ে ছাই হয়ে গেছে সেগুলির মধ্যে ছিল, শিশু সজ্জিত করণ রুম, বঙ্গবন্ধু কর্ণার, শেখ রাসেল কর্নার, মুক্তিযোদ্ধা কর্ণার ও সততা ষ্টোরের সকল প্রকার মালামাল, ঘরের সিলিং, ফ্যানসহ টিনের ছাউনি সম্পুর্ণে রুপে ক্ষতিগ্রস্থ হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, স্বাধীন চন্দ্র রায় জানান, আগুনে এই বিদ্যালয়ে অপুরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তপক্ষের দৃষ্টি কামনা করছি, যাতে দ্রুত এই ক্ষতি পুশিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরে আনা যায় সেদিকে কর্তপক্ষ দৃষ্টি দেবেন।
এসময় খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে অগ্নিকান্ডের পরিদর্শন করতে যান বিরল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুরজিৎ কুমার বাবুল, সহ- সভাপতি মোজাম্মেল হক শামু, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ পরিদর্শন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার