দিনাজপুর প্রতিনিধিঃ- এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরে চলছিল কোচিং সেন্টার। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালক কে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো, রাফসান ম্যাথ এন্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টার কে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টার কে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেট কে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম, কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম প্রমুখ ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার