নিজস্ব প্রতিবেদক
আগুনে পুরে গেছে লালবাগের ডস মেটালাইজিং নামক একটি শিল্পকারখানা। তবে, ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
দুপুরে আগুন লাগার খবর পায় সংস্থাটি। নয়টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্ঠায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক বলেন, প্রতিষ্ঠানটিতে ফায়ার সেফটি ছিলো না।
এভাবে শিল্পকারখানা স্থাপন বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পরপরই গা ঢাকা দেয় কারখানার মালিক। আন্ডারগ্রাউন্ডে ওয়াটার রিজার্ভ না থাকায় আগুন নিয়ন্ত্রনে নিতে কিছুটা সময় লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তে বেড়িয়ে আসবে, জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার