বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ দেশে নতুন দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। মেহেরপুর ও নওগাঁয় একটি করে মোট দু’টি আইনের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রীসভায় মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ এবং নওগাঁয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ নামে দু’টি আইনের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, মন্ত্রিসভা আইন দুটির খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।#