নিজস্ব প্রতিবেদক: দ্রুত বিচার আইনে প্রতিদিনের কাগজ এর সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দেশ জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক'রা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক বলেন, বাস্তবে এমন আশঙ্কা সত্য হলে তা হবে পুরো জাতির জন্য দুর্ভাগ্য জনক।তিনি আর ও বলেন, সাংবাদিক'দের অত্যাচার- নির্যাতন ও নাজেহাল করে ও চকরিয়া থানার বিতর্কিত ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া এখনও বহাল তবিয়তে রয়েছেন।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তদন্ত শুরু না হলেও সাংবাদিক'দের বাসা- বাড়ি এবং পত্রিকা অফিসে গিয়ে হয়রানি ও নাজেহাল করা হচ্ছে। সাংবাদিক মনসুর আলম মুন্না'কে মামলা থেকে মুক্তি ও প্রত্যাহার না করলে আগামীকাল ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে কর্মসূচি দেবো এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে আমরা জন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করব।
২৪ ডিসেম্বর প্রতিদিনের কাগজ "চকরিয়া থানায় পদায়ন নিয়ে অসন্তোষ, কক্সবাজারে কর্মকালীন দানব হয়ে উঠেছিল ওসি মনজুর কাদের "মামলার ভয় দেখিয়ে ঘুষ নেন চকরিয়ার ওসি”শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর ওসি মনজুর কাদের ভূঁইয়া প্রতি হিংসা মূলক চকরিয়া থানায় সাংবাদিক মনসুর আলম মুন্নার নামে দ্রুতবিচার আইনে মামলা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার