ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বিধবা ভাবি, দেবর আটক - বিডিসি ক্রাইম বার্তা
ArabicBengaliEnglishHindi

BD IT HOST

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বিধবা ভাবি, দেবর আটক


bdccrimebarta প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২২, ৮:০৬ পূর্বাহ্ন / ৯৪
ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বিধবা ভাবি, দেবর আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরার বড় গোপালপুর ইউনিয়নে দেবরের ধর্ষণে বিধবা ভাবি ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দেবরকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরার বড় গোপালপুর ইউনিয়নে ভুক্তভোগীর স্বামী গত পাঁচ বছর পূর্বে মারা যান। এরপর থেকেই তার দেবর তাকে বিভিন্ন সময় নানান কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি দেবরের স্ত্রী-সন্তানরা ঢাকায় বেড়াতে যায়। এ সময় দেবর ভুক্তভোগী বিধবাকে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী বিধবাকে ভয়ভীতি দেখালে সে বিষয়টি কাউকে জানায়নি।

ফলে ভুক্তভোগী বিধবা ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার শনিবার রাতে বিধবাকে চৌকিদারদের মাধ্যমে জাজিরা থানায় পাঠিয়ে দেন। জাজিরা থানায় মামলা হওয়ার পর শনিবার রাতে মো. মামুনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিয়ে বড় গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার বলেন, আমি খবর পেয়ে মহিলাকে থানায় পাঠিয়ে দিয়েছি। তবে মহিলা একেক সময় একেকজনের নাম বলে বিধায় বিষয়টি সন্দেহজনক।

ভুক্তভোগী মহিলা এর আগে এ ঘটনায় জড়িত অন্য কয়েকজনের নাম বললেও পরবর্তীতে তার আপন দেবরের কথা বলে। এ সময় ভুক্তভোগী ওই মহিলা জানায়, তার দেবর তাকে ভয়ভীতি দেখিয়ে অন্যদের নাম বলার জন্য চাপ দেওয়ায় তিনি অন্যদের নাম বলেছেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শনিবার রাতে আসামি মো. মামুনকে গ্রেফতার করি। নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেছি। আসামিকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।#

bdccrimebarta