ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থার কর্মসূচি (ইজিপিপি)’র ১ম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর সকাল ১০ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উমার ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সুন্দরা পর্যন্ত ৪০ দিনের মাটি কাটা এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য আবুল কালাম, জিয়াউর রহমান জিয়া, ছানাউল ইসলাম, নারী ইউপি সদস্য ফাতেমা খাতুন ডেজী প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাস্তার সংস্কার কাজের জন্য ৪শত টাকা দিন হিসেবে প্রত্যেককে মজুরি প্রদান করা হবে বলে সূত্রে জানা গেছে। #
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার