নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর ধামইরহাটে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী। তিনি কিছুদিন আগে ধামইরহাট থানায় যোগদান করেছেন ওসি,যোগদানের সময় তিনি একটি স্লোগান দিয়েছিলেন "হয় মাদক ছাড়ুন নয়তো ধামইরহাট ছাড়ুন" সেই স্লোগান বাস্তবায়নের লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী।
এ বিষয়ে উপজেলার উমার ইউনিয়নের শরিফুল ইসলাম, মুসা, ইব্রাহীম ও খেলনা ইউনিয়নের মুশফিকুর রহমান রুবেলের সঙ্গে কথা হলে তিনি জানান আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ,আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে আধারে ওসি মোজাম্মেল হক কাজী স্যারের দিক-নির্দেশনায় কঠোর থেকে কঠোর ভাবে নজরদারি করতেছে থানা পুলিশ আমরা ধন্যবাদ জানাই।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী স্যারকে আমরা বিশ্বাস করি এরকম ওসি থানায় একটি করে থাকলে অবশ্যই ফিফটি পার্সেন্ট মাদক ব্যবসায়ী কমে যাবে আমাদের এলাকায়।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার