শরীয়তপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শরীয়তপুরের নড়িয়ায় অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার (২ জুলাই) রাতে নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। এরআগে
বিকেল ৫ টার দিকে রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি গ্রামে শাহজাহান দেওয়ান ও মোহাম্মদ আলী দেওয়ান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ
নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাঁসের কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাহান দেওয়ান ও মোহাম্মদ আলী দেওয়ান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে।
তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ৮ জন আহত হয়। আহতদের শরীয়তপুর ও ঢাকা সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংর্ঘষে এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। দুই পক্ষেরই মামলার প্রস্তুতি চলছে।
শাহজাহান দেওয়ান পক্ষে আহতরা হলেন, মান্নান দেওয়ান (৪৫), আসরাফ আলী দেওয়ান (৪৮), আলকাস দেওয়ান (৫০), ফয়জল দেওয়ান (৭০),সোনামিয়া দেওয়ান (৬৫), মমতাজ বেগম (৬০) তবে গুরুতর দেখে তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে, মোহাম্মদ আলী দেওয়ানের পক্ষে মোহাম্মদ আলী দেওয়ান (৫০) ও দবির দেওয়ান (৩৫) দুই জন সহ মোট ৮ জন আহত ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শাজাহান দেওয়ান বলেন, বিকালে খিচুড়ি রান্না করার সময় মোহাম্মদ আলী দেওয়ানের নেতৃত্বে পরিকল্পিত ভাবে কিছু সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। তবে গুরুতর অবস্থায় ঢাকা তিনজনকে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মোহাম্মদ আলী দেওয়ান বলেন, জমিকে কেন্দ্র করে ওরা আমাদের ওপরে প্রথমে হামলা চালায়। এতে আমি নিজেও অনেক আহত রক্তাক্ত অবস্থায় আছি ।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। দুই পক্ষেরই মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার