নবাবগঞ্জে ২৬ হাজার ৯শ' ৩০ পিস আতশবাজি সহ আটক এক - বিডিসি ক্রাইম বার্তা
ArabicBengaliEnglishHindi

BD IT HOST

নবাবগঞ্জে ২৬ হাজার ৯শ’ ৩০ পিস আতশবাজি সহ আটক এক


bdccrimebarta প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২২, ৮:৩৮ অপরাহ্ন / ১১৪
নবাবগঞ্জে ২৬ হাজার ৯শ’ ৩০ পিস আতশবাজি সহ আটক এক

বনি আমিন (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার নবাবগঞ্জে ৫ আগস্ট ২০২২ ইং তারিখে আনুমানিক রাত ০০:৫০ মিনিটের সময় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন পানালিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের ২৬ হাজার ৯শ’ ৩০ পিস বিভিন্ন প্রকার আতশবাজি সহ ০১ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম হলো মোঃ জনি হাসান (৩৫) বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ নবাবগঞ্জ সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়। আটককৃত  ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

bdccrimebarta