মোঃ সুজন বেপারী- নরসিংদী জেলায় অপরাধ কর্মশালা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২৮শে নভেম্বর বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলা কার্যালয়ে জনাব মোঃ এনায়েরত হোসেন মান্নান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে “ফৌজদারী মামলায় ভুমি সংক্রান্ত অপরাধ, নথি সনাক্ত করণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” শীর্ষক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রওশন জাহান, সিনিয়র সহকারী জজ, নরসিংদী সদর, নরসিংদী এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ সোহরাব হোসেন সরকার, সাব—রেজিস্ট্রার, নরসিংদী সদর, নরসিংদীদ্বয়। এছাড়াও পিবিআই নরসিংদী জেলায় কর্মরত সকল পুলিশ পরিদর্শক (নিঃ), এসআই (নিঃ), এএসআই (নিঃ) সহ সকল ফোর্স উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী কর্মশালায় জনগন'কে নির্ভুল ও সঠিক তদন্ত উপহার প্রদানের লক্ষ্যে প্রাণবন্ত আলোচনা হয়।
আলোচনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি “ফৌজদারী মামলায় ভুমি সংক্রান্ত অপরাধ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” সংক্রান্তে গুরুত্বপূর্ন ও তথ্য বহুল বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ এনায়েরত হোসেন মান্নান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়'কে ধন্যবাদ জ্ঞাপন করত, ন্যায় বিচার প্রতিষ্ঠায় উপস্থিত সকল অফিসার ও ফোর্স'কে দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (নিঃ) সাইফুল আলম এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসআই (নিঃ) মোহাঃ আবু সালেক।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার