অনলাইন ডেস্ক: নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৭ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হয়েছেন।রবিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় শনিবার জ্বালানিবাহী এই ট্যাংকার উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা।
নাইজারের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে জানান, বিস্ফোরণ উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক ছিল। নিহতের পাশাপাশি আরো অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার