ফাতেমা আক্তার, স্টাফ রিপোর্টারঃ ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী এমসি-৭৮, নারায়ণগঞ্জ ট্রেনটি গতকাল ২৪ ডিসেম্বর রবিবার ০১:৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ কালিবাজার রেল স্টেশনে এসে থামলে ট্রেনের পিছনে স্টেশনের অপর সাইটে খালি জায়গায় কয়েকজন লোক পটকা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ডিউটির আনসার সদস্য মোঃ শাহিন,আনসার সদস্য মেরাজুন্নবী, আনসার সদস্য আক্তার,আনসার সদস্য জাহিদ দৌড়ে গিয়ে রেল স্টেশনে নাশকতাকারীদের আটক করে।
আটককারী আসামিদের পরিচয়ে জানা যায় যে, ১.মোহাম্মদ জয়নাল আবেদীন (২২)পিতাঃ মোঃ আনুমিয়া
মাতাঃ আনজুমা বেগম, সাং- নোয়াপাড়া,থানাঃ বরুড়া, জেলাঃ কুমিল্লা। বর্তমান ঠিকানাঃ- কাপরুল, ঢাকা। ২. মোঃ আরিফ (২৩) পিতাঃ রবিউল ইসলাম মাতাঃ হালিমা বেগম, সাং ছোট রোউতা থানাঃ ডোমার, নীলফামারী বর্তমান ঠিকানাঃ নারায়ণগঞ্জ ৫নং জেটি, নারায়ণগঞ্জ। ৩. মোঃ হাবিবুর রহমান হাসান ওরফে রবিন (২১) পিতাঃ মৃত মিজানুর রহমান বসনিয়া মাতাঃ সাহেরা বেগম, সাং- ছোট রোউতা, থানাঃ ডোমার, নীলফামারী।
মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নারায়ণগঞ্জ মহোদয়ের তাৎক্ষনিক নির্দেশনায় মোহাম্মদ মোস্তফা কামাল ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটককারী ব্যাক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় সনাক্ত করে ধৃত আসামীদের জিআরপি পুলিশের নিকট সোপর্দ করা হয়। বর্তমানে তারা জিআরপি পুলিশের হেফাজতে রয়েছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হচ্ছে যে, তারা কোন রাজনৈতিক দলের সদস্য কিনা এবং তাদের উদ্দেশ্য কি ছিল।তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার