মাসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের মোড় থেকে সিএনজি যোগে ভারতীয় মদ পাচারকালে সবুজ মিয়া ও নূর নবী নামে দুই মাদক ব্যবসায়ী এবং শফিকুল নামে আরেক সিএনজি চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) খুব ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুব ভোরে নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালায় পুলিশ। এসময় ভারত থেকে সীমান্ত পথে আমদানী করা ২০ বোতল রয়েল স্ট্যাগ ও ১০ বোতল ম্যাজিক মোমেন্ট নিয়ে সিএনজি যোগে শেরপুরের দিকে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশ তাদের থামিয়ে সিএনজি তল্লাসী করলে ওইসব ভারতীয় মদ জব্দ করা হয় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
এরা হলো- চরশেরপুর নিজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৮), নলবাইদ কান্দাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে নূর নবী (৩১) ও ধোপাঘাট এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার