মোঃ আব্দুল হান্নানঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ আর জেলা গোয়েন্দা পুলিশের ডিবি নাসিরনগরে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও ৪৮ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন ও সাকিব নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে নাসিরনগর থানার পুলিশের এ এস আই কামরুল হোসেন সঙ্গীয় কনস্টেবল রানা আর জাফরকে সাথে নিয়ে কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী আল আমিন (২৬) কে হাতেনাতে গ্রেপ্তার করে।অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশ ডিবির এস আই মনিষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নাসিরনগর সদরে অভিযান পরিচালনা করে আশু তোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পুর্বে অবস্থিত কাদরিয়া মার্কেটের সামনে থেকে সাকিব (২১) নামের এক যুবক'কে ৪৮ ফিস ইয়াবা সহ গ্রেপ্তার করে।
জানা গেছে সাকিবের গ্রামের বাড়ি বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের চান্দের দিঘির পার। সাকিবের পিতার নাম শাহজাহান মিয়া ও মায়ের নাম পারভীন বেগম।নাসিরনগর থানার এস আই রূপন নাথ জানান তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার