সুমন হোসেন নিজস্ব প্রতিবেদকঃ কর্ণফুলী নদীর কাপ্তাইয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর সিরাজুল আরেফিন আকিব (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল আটটার দিকে কাপ্তাই প্রজেক্ট হাদি টিলা এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবির) স্টাফ শহীদুল ইসলাম বাবুর ছেলে। আকিব পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যয়নরত বলে জানা গেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি শাহীনুর রহমান চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ আকিবের লাশটি উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এর আগে গত বুধবার বেলা সাড়ে ১২ টায় একই স্থানে গোসলে নেমে আকিব নিখোঁজ হন।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, গত বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিলো সেখানে তার লাশটি পাওয়া যায় ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার