পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীর ট্রলার থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর রাব্বি (২৫) ও মা সেলিনা বেগমের (৪০) নামে মরদেহ উদ্ধার করেছে দশমিনার ফায়ার সার্ভিস ।
রবিবার (৩০ শে এপ্রিল ) সকালে ৬ ঘটায় টার দিকে গলাচিপা উপজেলায় বদনা তলী নদী থেকে মা ছেলের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বর রাব্বি (২৫) ও সেলিনা বেগম (৪০) উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের গ্রামের মনির হাওলাদারের বড় ছেলে ও স্ত্রী।
জানা যায়, (৩০ সে এপ্রিল) রবিবার সকাল ৭ টার দিকে গলা চিপার বদনা তলীর নদীতর এলাকায় স্থানীয় জেলেরা লাশটি দুটি ভাসতে দেখে পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশ টি উদ্ধার করে। এর আগে শুক্রবার বেলা ৩ টয় উপজেলার চরবোরহান থেকে বরযাত্রী নিয়ে আসার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার