নেত্রকোনায় আ.লীগের বিক্ষোভ মিছিল নেত্রকোনা প্রতিনিধি : ১৭ আগষ্ট ২০০৫ বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী এক যোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা আ.লীগ। বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় (নেত্রকোনা- বারহাট্টা ২) আসনের মাননীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির নেতৃত্বে ছোট বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনো দেশের ভালো চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে। তিনি আরো বলেন, ১৭ আগষ্ট ২০০৫ আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো। আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নেত্রকোনায় সিরিজি বোমা হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, সাবেক ক্রীয়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ আহ্বায়ক মাসুদ খান জনি,যুগ্ন আহ্বায়ক দেওয়ান রনি,জামিউল ইসলাম খান জামি, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রমূখ। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার