আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চর জুবিলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ এবং ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৬জুন) সকাল সাড়ে সাতটাই পশ্চিম জুবিলী গ্রামের শেখ আহমদ খলিফার বাড়ির জাহাঙ্গীর হোসেনের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, ভোরবেলা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ও বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের রান্নাঘর থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে ।
এতে ঘরে থাকা লোকজন দ্রুত বের হয়ে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সুবর্ণচর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘর পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, প্রতিবেশীদের দেওয়া কাপড়চোপড় পরে আছেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার