মোঃ হা- মীম, স্টাফ রিপোর্টারঃ- র্যাব- ৮, সিপিসি- ১, পটুয়াখালী ক্যাম্প সিনিয়র এ এসপি তুহিন রেজা (১৪ নভেম্বর) ২০২২ ইং তারিখে অটোরিকশা চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে আনুমানিক ০২ টা :৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি অটো মিশুক (ইজি বাইক) গাড়ি চুরি করে চোর চক্রের সদস্যরা গাড়িটি পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম সারিকখালী গ্রামস্থ জনৈক মৃত্যু হাতেম মাতবরের ছেলে মোঃ নজরুল মাতবর এর বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর রেখে দিয়েছেন। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ০৪ টা ২০ মিনিটের সময় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলো, পটুয়াখালীর দুমকী উপজেলার আঠার গাছিয়া এলাকার মৃত্যু আঃ রব হাওলাদারের ছেলে মোঃ আরিফ হোসেন (২৫), রংপুর জেলা পীরগাছা থানার রংনাথ গ্রামের আজাহারুল ইসলামের ছেলে ও পটুয়াখালী সদর উপজেলার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম (২৪), পটুয়াখালী সদর উপজেলার চান্দুখালী গ্রামের মৃত্যু আব্দুল মান্নান চৌকিদারের ছেলে মোঃ মাসুম চৌকিদার। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, পেশায় সবাই অটো বাইক চালক হলেও গাড়ি চুরি করাই তাদের প্রকৃত পেশা। জানা গেছ আরিফ এই চক্রের মূলহোতা। আটককৃত দের কাছ থেকে চোরাইকৃত ০১ (এক) টি অটো মিশুক (ইজি বাইক) গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়ির বাজার মূল্য অনুমান ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা টাকা।আটককৃতরা পটুয়াখালী সদরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাড়ি চুরি করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অটোরিকশার মালিক বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার