রোজি আক্তার হ্যাপী, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলাপাড়ার উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ‘সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)‘ এর নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
নীলগঞ্জ ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকার হতদরিদ্র দুইশত পঞ্চাশ পরিবারের প্রতি পরিবারে ১৬ টি করে ফলজ, ঔষধী সহ বিভিন্ন প্রজাতির চারা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান তহমিনা হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: অলিউল্লাহ।
উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক মো: মিজানুর রহমান, ‘সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)‘ এর নিরাপদ জীবন জীবিকা প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, কো-অর্ডিনেটর মি: মাদব গুহ, সহকারী কো-অর্ডিনেটর মি: সেতু গমেজ প্রমুখ।
এছাড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মী বৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ‘সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)‘ এর ‘নিরাপদ জীবন জীবিকা প্রকল্প‘র কলাপাড়া উপজেলা কর্মকর্তা এলবার্ট শোভন বিশ্বাস।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার