পদ্মা সেতু হয়ে ভাঙ্গার উদ্দেশ্যে পরীক্ষামূলক (ট্রায়াল) ট্রেনটি ১০টা ৮ মিনেটে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ত্যাগ করেছে। এ ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্ত রেলপথ মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একঘণ্টা দেরিতে আসায় বিলম্বে ছাড়ে ট্রেনটি।
ট্রেন ছাড়ার আগে মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, এই পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের মধ্যে দক্ষিণবঙ্গের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো।
ট্রেনটি ছাড়ার পর পথের দুপাশের উৎসুক জনতা হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। লাল-সবুজের আবরণে তৈরি এই ট্রেনের সাত বগিতে আমন্ত্রিত অতিথিরা সফরসঙ্গী হয়েছেন।
এটি পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রা বিরতি করবে। সেখানে আরেক দফা উদ্বোধনের পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এই রুটে প্রথম দ্রুতগতির ট্রেন এটি। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার