পহেলা বৈশাখে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। র্যাব ডিজি বলেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে।
এম খুরশীদ হোসেন বলেন, সারা দেশে র্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে, বৈশাখ উদ্যাপন শেষ না হওয় পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, নাশকতা ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। র্যাবের সব ব্যাটালিয়নকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিমের কাজ শুরু হয়েছে বলেও জানান এম খুরশীদ হোসেন।
র্যাবপ্রধান বলেন, নারী দর্শনার্থীদের হেনস্তা ও যৌন হয়রানি ঠেকাতে আলাদা টিম গঠন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার