শরিফুল ইসলাম, পাবনা থেকেঃ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯(উনিশ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৫শে জুলাই বিকেল ৬ঃ৫৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে এবং ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিন বিপিএম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুলাডুলি বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলোঃ ১। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বগুলার গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মো: মমিনুল ইসলাম (২২) এর নিকট হইতে ০৯ (নয়) কেজি গাঁজা, ০১ টি মোবাইল পাওয়া যায়। ২। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নিজামখা (তারাপুর) গ্রামের মৃত মুনতাজ এর ছেলে মো: মাহতাব (৩৫) এর নিকট হইতে ০৮ (আ্ট) কেজি গাঁজা, ০১ টি মোবাইল পাওয়া যায়।
৩। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সোনাইকাজী গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে মো: রফিকুল ইসলাম (৩৫) এর নিকট হইতে মাদক দ্রব্য ০২ (দু্ই) কেজি গাঁজা, ০১ টি মোবাইল সহ সর্বমোট ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল সমুহঃ গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার