শরিফুল ইসলাম, পাবনা থেকেঃ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা ও ৫০০ পিচ ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ীক গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে আজ ১৩ই০জুলাই ২০২৩ তারিখ রাত্রী ১ঃ৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন মহেন্দুপুর বাসটার্মিনাল গোলচত্তর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেনঃ- মোঃ কামরুল হোসেন (৩০), পিতাঃ মোঃ অমেদ আলী, মাতাঃ মোছাঃ কল্পনা খাতুন সাং-দোপ মাছগ্রাম পূর্বপাড়া, থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি টিম রাত্রী ১ঃ৪০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিরস্ত্র) মোঃ জহুরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ শামীম সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন পৌরসভার জেবির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
একটি ইজি বাইক হতে নেমে পালানোর সময় রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোছাঃ আফরোজা (৪০), পিতাঃ মোঃ আকতার আলী, স্বামী- মোঃ কোবাদ আলী, সাং-টেবুনিয়া (বজেন্দ্রপুর), থানা ও জেলাঃ পাবনাকে মাদক দ্রব্য ০৭ (সাত) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনের পৃথক পৃথক মামলা রজু করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার