পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা আমিনপুরে চুরি মামলায় চোরাই মোটরসাইকেল সহ ৪ জন কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এর দেওয়া প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৭ই জুলাই ( সোমবার) দুপুরে আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লুৎফর রহমান শেখ এর বাড়িতে একটি লোমহর্ষক চুরির ঘটনা ঘটে।
এঘটনায় দেড় লক্ষ টাকার স্বর্ণালংকার ( দুইটি আংটি, একটি চেইন ও একটি হাড়), নগদ এক লক্ষ সাতাশ হাজার টাকা ও দুই লক্ষ তিন হাজার টাকা মুল্যের একটি পালসার মোটরসাইকেল চুরি যায় মর্মে লুৎফর রহমানের ছেলে রুহুল আমিন শেখ (৩৭) আমিনপুর থানায় একটি এজাহার দায়ের করেন। যার পরিপ্রেক্ষিত আমিনপুর থানায় ৩৮০/৪৫৪/৩৪ থানায় মামলা (যার নাম্বার -৩১) রুজু করা হয়।
মামলার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ১৯ জুলাই ( বুধবার) রাতে পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে মোখলেছুর রহমান রাঙ্গা বিশ্বাস (৩০) কে চুরি যাওয়া মোটরসাইকেল সহ গ্রেফতার করে আমিনপুর থানার ওসি আনিসুর রহমান এর নেতৃত্বাধীন এসআই ব্রজেশ্বর বর্মন সহ একটি চৌকস দল। পরবর্তীতে রহমান রাঙ্গা বিশ্বাসের দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় জড়িত আরও ৩ জন কে গ্রেফতার করে আমিনপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত অপর তিন জন হলোঃ-পাবনা আমিনপুর থানাধীন টাংবাড়ি গ্রামের ডাঃ মোঃ জাহিদ হোসেন খানের ছেলে মো:মোস্তাফিজুর রহমান জনি (৩৭),
আহাম্মাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুস সামাদ এর ছেলে মো:মাহবুবুর রহমান হিরা (৩৯),
আহাম্মদপুর হাফেজ পাড়ার মোঃ ওহাব এর ছেলে মো: সুজন মিয়া (৩৮),।
চুরি যাওয়া মালামালের বিবরণঃ- ৪০,০০০ টাকা মুল্যের দুইটি স্বর্ণের আংটি, ৪০,০০০ টাকা মুল্যের একটি স্বর্ণের চেইন, ৭০,০০০ টাকা মুল্যের একটি স্বর্ণের হার, নগদ ১,২৭,০০০ টাকা ও ২,০৩,০০০ টাকা মুল্যের একটি পালসার মোটরসাইকেল। গ্রেফতার কৃত আসামীদে কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিসুর রহমান।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার