নিজস্ব সংবাদদাতাঃ পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী আমিনুল'কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-০৪ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল। শনিবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ০১:৫৫ মিনিটে র্যাব-০৪ এবং র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য- প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে গত ০৬ আগস্টে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকট পূর্ণ পরিস্থিতি'কে কেন্দ্র করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ভাংচুর ও কারারক্ষীদের মারধর করে জেল পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকার পিতা-আবুলের ছেলে আমিনুল কে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারকৃত আসামী গত ২৫-২৬ ফেব্রয়ারি ২০০৯ খ্রিঃ তারিখে পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় গ্রেফতার হয়। পরবর্তীতে বিজ্ঞ আদাল কর্তৃক উক্ত বিদ্রোহ ও হত্যা কান্ডের বিচারকার্য সম্পন্ন করতঃ আসামী আমিনুল সহ অসংখ্য আসামী'কে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।
গত ০৬ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকট পূর্ণ পরিস্থিতি'কে কেন্দ্র করে আমিনুলসহ কারাগারের ভিতরে থাকা বেশ কয়েকজন কারাবন্দী'রা মিলে পরস্পর যোগসাজেসে উক্ত কারাগারে ভাংচুর এবং কারারক্ষীদের মারধর ও জিম্মি করে কারাগার হতে পালিয়ে যায় বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামী'কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার