ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সরঞ্জাম সহ ৭ জুয়াড়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ২৭ নভেম্বর বুধবার দিবাগত রাতে পীরগঞ্জ পৌর শহরের চাপোড় এলাকার বিবিএস ইটভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ ইটভাটায় জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালানো হয়। এ সময় এক সেট তাস, চটি ও ৬২০ টাকা সহ ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার চাকধাপাড়া গ্রামের গরিকান্তের ছেলে নয়ন রায়, বিরেন রায়ের ছেলে চন্দন রায়, দিনেশের ছেলে রিপন রায়, রতন রায়ের ছেলে বিমল রায়, চন্দন মোহনের ছেলে সমেস চন্দ্র রায়, মনি ভুষন রায়ের ছেলে নরোত্তম রায় ও ধিরেন্দ্র নাথের ছেলে বিধান চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানা মামলা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার